২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:২৪
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:২৪

দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো ৩৪ জনের

করোনাভাইরাসের উপসর্গ এবং আক্রান্ত হয়ে প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৩. ১২ শতাংশ।

শনিবার (২৭ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৪ হাজার ৩১৭ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ১৮.৮১ শতাংশ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯টি, পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৫৭ টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৫৮টি।

মৃত্যুদের মধ্যে ৩২ জন পুরুষ, ২ জন নারী। এর মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রামের, খুলনায় ও সিলেটে ৪ জন করে, রংপুরে ২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয় ৭২৬ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১৪ হাজার ২৬৭ জন।

Facebook
Twitter
LinkedIn