২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:০৩
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:০৩

বিদায়ী বছরে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১ হাজার কোটি টাকা

করোনাভাইরাস মহামারির কারণে বেশ কিছুদিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। তারপরও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২০ সাল অর্থাৎ বিদায়ী বছরে বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা৷ যা আগের বছরের চেয়ে ২১ হাজার ১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরের ২০৮ কার্যদিবসে ডিএসইতে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছে। গতবছরের চেয়ে ২১ হাজার ১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ বেশি৷ যার গড় লেনদেন ছিল ৬৪৮ কোটি ৯৪ লাখ টাকা৷

এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ২৩৭ কার্যদিবসে মোট লেনদেনের পরিমান ছিল ১ লাখ ১৩ হাজার ৮২১ কোটি ৮৮ লাখ টাকা এবং গড়ে লেনদেন ছিল ৪৮০ কোটি ২৬ লাখ টাকা৷

১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি টাকার মধ্যে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি টাকা। যা মোট লেনদেনের ৭ দশমিক ৬৯ শতাংশ৷

এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের হয়েছিল ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা৷ যা মোট লেনদেনের ৬ দশমিক ৮৯ শতাংশ ছিল৷

Facebook
Twitter
LinkedIn