বিপিএলে কোচের ভূমিকায় ফিরছেন হাই প্রোফাইল দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার। এবার রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন আর্থার। তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিজেদের ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছে ফ্রাঞ্জাইজিটি।
বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের কোচের দায়িত্বে ছিলেন সোহেল ইসলাম। এবার মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।