বাঘারপাড়া(যশোর) প্রতিবেদক }= : যশোরের বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ের সকল দেয়ালে টানিয়ে দেওয়া হয়েছে” মহুরী প্রবেশ নিষেধ” লেখা এমন সব লিফলেট । কিন্তু প্রশ্ন হলো এতকিছুর পরেও ভীতরে ঠিকই প্রবেশ করছে তারা । এই অভিযোগ করেছেন সেবা প্রার্থীরা ।
মহুরীদের জন্য কেন এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমন প্রশ্ন করায় সংশ্লিষ্ট অফিসের একাধিক সূত্র জানায় দলিল লেখক(মহুরী) সহ অন্যান্য মহুরীদের বিরুদ্ধে নাম জারির দালালি সহ বিভিন্ন দুর্নীতির সংগে জড়িত থাকার অসংখ্য অভিযোগ থাকায় সহকারী কমিশনার মহোদয় কর্তৃক জনস্বার্থে ও সাধারণ মানুষদের হয়রানী ঠেকাতে এধরণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জনস্বার্থে নিষেধাজ্ঞার বাক্যটি জনপ্রিয় হলেও চোরে শোনেনা ধর্মের কাহিনি!! এধরণের লিফলেটের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও দেখা যায় কয়েকজন দলিল লেখক(মহুরী) সহকারী কমিশনার এর চোঁখ এড়িয়ে ঠিকই তাদের উদ্দেশ্য হাসিলের জন্য অফিসে ঘোরাঘুরি করছে। প্রশ্ন হলো কর্তৃপক্ষের নজর এড়িয়ে তারা কোন অনিয়ম করছে না তো ।
২৫/১০/২০২৪ ইং।