ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪৭৭ জন
জাতীয় | 25th October, 2024 7:33 pm
রাজধানীসহ সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে। এদের মধ্যে চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ১০৬ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।
এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ হাজার ৭০২ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।