‘বাংলাদশে সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিরা ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক জনাব মনীষ চাকমা’র সাথে তাঁর র্কাযালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণগ্রন্থাগার অধিদপ্তর কীভাবে আরও জোরালো ভূমকিা পালন করতে পারে এবং সেক্ষেত্রেে পাঠ্যাভ্যাস গড়তে বই প্রেমীদের প্রয়োজনীয় ও গুরুত্বর্পূণ বই সহজলভ্য করতে পারে, এর নীতিমালা ও আইনগত সংস্কার সহ বিভিন্ন বিষয়ে- সৃজনশীল প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা মতামত জানায়। সভায় প্রকাশক প্রতিনিধিরা তাদের লিখিত প্রস্তাব হস্তান্তর করেন এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
অতীতে ফ্যাসস্টি সরকারের আশ্রয়ে – প্রশ্রয়ে বেড়ে ওঠা সিণ্ডিকেটের হাতে প্রকাশনা সেক্টর জিন্মী ছিল। ভবিষ্যতে এমন অন্ধকার সময় আর না ঘটে, লুটপাটের সাথে যুক্ত এমন প্রকাশকদের কালো তালিকাবুক্ত করণ নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি রাষ্ট্রীয় বই ক্রয়ের আবেদনে একই ব্যক্তির বা একাধিক নামে আবেদনের বিষয়ে সর্তক থাকার আহ্বান জানানো হয়। ভবিষ্যতে কাজের ক্ষেত্রে এই সমিতি সবাইকে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
নিজস্ব প্রতিবেদক