দারুণ খেলেও প্রথম ম্যাচটা নিজেদের করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই হজম করা গোলের বদলা নিতে পারেনি টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে একই ভুল করেনি, প্রথমে গোল হজম করলেও ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয় ও শেষটিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে স্বাগতিকেরা। তাতে সিরিজে ফিরেছে ১-১ সমতা।