২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / ভোর ৫:২৪
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / ভোর ৫:২৪

ভারতের প্রোপাগান্ডাকে বাংলাদেশ ভয় পায় না: প্রাণিসম্পদ উপদেষ্টা

বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার ও ভয় দেখাচ্ছে ভারত। তাদের এই প্রোপাগান্ডাকে বাংলাদেশ ভয় পায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘গণ-আকাঙ্ক্ষা, গণ-অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা’ নিয়ে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

এসময় ফরিদা আখতার শুধু বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা জানান। কৃষি প্রসঙ্গে তিনি বলেন, এই খাতকে আরও সম্প্রসারণ করা হবে। পণ্য আমদানি করেই নয়, পণ্যের উৎপাদনও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, এখনও চাঁদাবাজ, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে তা নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

Facebook
Twitter
LinkedIn