৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ৫ই রজব, ১৪৪৬ হিজরি / রাত ১০:২০

৪৩ লাখ টিসিবির কার্ড বাতিল.

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৪৩ লাখ পরিবার বা ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার রাজধানীতে এক প্রোগ্রামে এই তথ্য জানান উপদেষ্টা। 
 
বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবি যে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়, বছরে ৪,৫০০ কোটি টাকা সরকারি ভর্তুকি দেওয়া হয়। টিসিবির ১৬ অফিসে কর্মকর্তা-কর্মচারি অতি নগণ্য। ১ কোটি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। যাচাই বাছাই করে ৫৭ লাখে নামানো হয়েছে। বাকিগুলো বাদ, যাতে সরকারের ভর্তুকি ইনসাফের সাথে ব্যয় হয়।

Facebook
Twitter
LinkedIn