আগামীতে ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ভার্চুয়ালি এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
আজ রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দেড় শতাধিক প্রতিবন্ধী নাগরিক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যোগ দেন।