১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / দুপুর ২:০৪
১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি / দুপুর ২:০৪

ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া; তার বয়স ৭০। অপরজন হলেন দক্ষিণ খানের বেড়াইদ এলাকার ৬০ বছর বয়সী, বেলাল হোসেন।

তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ইজতেমার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ৭ দিনের অবস্থান কার্যক্রম করতে গেলে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হন ৩৫ জন।সাদপন্থীদের অভিযোগ এটা জুবায়েরপন্থীদের কাজ।

এর আগে, গত ১২ ডিসেম্বর তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়।

Facebook
Twitter
LinkedIn