২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫৮

বাঘারপাড়ায় উদযাপন হলো তারুণ্যের উৎসব “

সাঈদ ইবনে হানিফ}= বাঘারপাড়া (যশোর) : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানের মধ্য দিয়ে বাঘারপাড়া উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় ফুটবল, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গত কাল দিনব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ ইসতিয়াক আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, পল্লী বিদ্যুৎ বাঘারপাড়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, জন স্বাস্থ্য কর্মকতার্ আবু হানিফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সব্দুল হোসেন খান,জাকির হোসেন, রবিউল ইসলাম,আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn