বাজারে কিছুতেই কাটছে না সয়াবিন তেলের সংকট। বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। অগ্রিম টাকা দিয়েও কোম্পানি থেকে পাওয়া যাচ্ছে না তেল। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দাম বেড়েছে অন্যান্য ভোজ্যতেলের। এমন পরিস্থিতিতে রোজার মাসে সরকারকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)।