১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫৩

এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা  

ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একাধিক সংবাদমাধ্যমকে বিসিবির সূত্র খবরটি নিশ্চিত করেছেন।

গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলকে ঘিরে আলোচনা শুরু থেকেই হচ্ছে। ম্যাচে অতিরিক্ত রান দেওয়া, দল নির্বাচন, অপরিচিত বিদেশি ক্রিকেটার, ম্যাচের কিছু নির্দিষ্ট সময়ে বড় রানের ওভার হওয়া- বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছিল।এনামুল এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। ৩২ বছর বয়সী এনামুল গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। পরে তাঁকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী বলেছিল এনামুলকে ব্যাটিংয়ে নির্ভার করতে এই সিদ্ধান্ত। মজার ব্যাপার, সে সিদ্ধান্তের আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন এনামুল।

এদিকে রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বিপিএলে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও। পরবর্তী সময়ে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন খেলোয়াড়ের নামও আসে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে। এর মধ্যেই এনামুলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এসেছে।

জাতীয় দলের ৭৪টি ম্যাচ খেলেছেন এনামুল। এবারের বিপিএলে ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ করেছেন ৩৯২ রান। প্লে-অফ খেলতে পারলে সে রান বাড়ানোর সুযোগ ছিল তাঁর। রাজশাহী ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। আজ খুলনা তাদের ম্যাচ জিততে না পারলে প্লে-অফে উঠে যাবে নানা কারণে বিতর্কের জন্ম দেওয়া রাজশাহী।

Facebook
Twitter
LinkedIn