২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২৯
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:২৯

শিগগিরই আরও ৪ হাজার নার্স নিয়োগ: প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় সরকারের বিশেষ গুরুত্ব আরোপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আরও ৪ হাজার নার্স নিয়োগ দিচ্ছি।’ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে তিনি এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘নার্স নিয়োগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। শিগগিরই এই নার্স নিয়োগ দেওয়া হবে।’

দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুর্নব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতি সমূলে উৎপাটনে সরকার অঙ্গীকারাবদ্ধ। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে।’

শেখ হাসিনা বলেন, ‘করোনার প্রাদুর্ভাব ও মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মুজিববর্ষের উপহার হিসেবে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি করহারও হ্রাস কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়াও কর্পোরেট ট্যাক্সের হার ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে নিম্ন-আয়ের মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আসবে।’ বেসরকারি বিনিয়োগও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook
Twitter
LinkedIn