৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:০৪
৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:০৪

নতুন আলোয় নতুন বই : বইমেলা-২০২৫

প্রকাশনা সংস্থা ‘ইলহাম’ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে বিভিন্ন বিষয়ের ৫৮টি বই। সে ধারাবাহিকতায় আজ থাকছে ৪ টি বই পরিচিতি-

মাওয়ায়েজে হাসানা

লেখক : আবিদ হাসান নাঈম

মূল্য : ৩৫০ টাকা

মাওয়ায়েজে হাসানা’ গ্রন্থটি আত্মশুদ্ধির জন্য একটি রেমিডি। আত্মশুদ্ধি অর্জনের সফরে যে বিষয়গুলোর চর্চা জরুরি তার প্রায় সবকিছুতেই আলোকপাত করা হয়েছে গ্রন্থটিতে। আল্লাহ ফরমান, সে-ই সফলকাম হবে,যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করবে। (আশ শামস : ৯) এই সফলতা অর্জনের ক্ষেত্রে আমাদের সালাফরা ছিলেন অগ্রগামী। তাদের মাওয়ায়েজ তথা উপদেশ ও নসিহা আমাদের জন্য আত্মশুদ্ধি অর্জনের পাথেয়। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বইটি প্রকাশিত। দ্বীনের জন্য আমাদের সকল মেহনত-মোজহাদা ,কুরবানি এবং চারিত্রিক পরিশুদ্ধি অর্জনের প্রচেষ্টায় বইটি গুরুত্বপূর্ণ।

মূল্য : ২৭০ টাকা

মুসলিম ইতিহাসে নারী আলেমা

লেখক : মুফতি শরিফুল ইসলাম নাঈম

মূল্য : ২৭০০ টাকা

বইটির নারীদের নিয়ে। নারী মায়ের জাতি। নারী সংসারের খুঁটি। মা,বোন,মেয়ে কিংবা স্ত্রীরূপে নারীই ধরে রাখে সংসারটাকে। ঘর সামলানোর দায়িত্ব পালন করে সে। সন্তান জন্মদান ও লালনপালনের কষ্টকর কাজটাও সে করে থাকে অম্লান বদনে। এই নারীরাই আবার জ্ঞানের বিভিন্ন শাখাতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ইতিহাস বলে,হাদিস,ফিকহ,আদব,সিরাতসহ সকল বিষয়েই তাদের পদচারণা বেশ ঈর্ষণীয়। সে ইতিহাস আমরা ক’জনই বা জানি! আমাদের এই অজানার পরিমাণ কিছুটা হ্রাস করার উদ্দেশ্য নিয়েই ইসলামে নারীদের নিয়ে রচিত এই গ্রন্থটি।

সাহাবিদের নাম বিশ্বকোষ

লেখক : জুবায়ের রশীদ

মূল্য : ৪৪২ টাকা

ইসলামি জ্ঞানচর্চার ইতিহাসে সাহাবিদের নামের ওপর কালজয়ী কিছু গ্রন্থ আছে। ইমাম বুখারি (র.) ইমাম যাহাবি (র.) এর ন্যায় সর্ববরেণ্য মনীষা সাহাবিদের নামকোষ লিখেছেন। দীর্ঘকাল পেরিয়ে গেলেও আজ অবধি বাংলাভাষায় সাহাবিদের সমৃদ্ধ কোনো নামকোষ রচিত হয়নি। একটি ভাষার জন্য এমন দুয়েকটি গ্রন্থ থাকা জরুরি। পাঠাগার ও ব্যক্তিগত গ্রন্থশালার জন্য তা হবে শোভনীয়। আশা করি—সাহাবিদের নাম বিশ্বকোষ বিদ্যমান শূন্যতা পূরণ করবে। আমরা অনেক সময় সন্তানের সুন্দর একটি নাম রাখতে চাই। কখনও পিতা-মাতার নামের সাথে মিলিয়ে রাখতে চাই। এক্ষেত্রেও বইটি হবে দারুণ উপকারী। এখানে আদ্যাক্ষর অনুযায়ী সাহাবিদের নাম সংকলন করা হয়েছে, যা থেকে সহজে আমরা কাঙ্ক্ষিত নামটি খুঁজে পাব। সাহাবিদের সংখ্যা ছিল লক্ষাধিক। এর মধ্যে ইতিহাস ও সিরাতের গ্রন্থাবলিতে পাওয়া যায় সাত থেকে আট হাজারের মতো সাহাবির নাম। সে সকল সাহাবির নাম এই এক গ্রন্থে জমা করা হয়েছে (আদ্যাক্ষর অনুযায়ী)। সাথে টীকায় রয়েছে একজন সাহাবির গুরুত্বপূর্ণ এবং মৌলিক কিছু তথ্য।

আমলের প্রতিদান

লেখক : হযরত মাওলানা আশরাফ আলী থানভী

অনুবাদ : মুহাম্মদ হাসিবুল হাসান

মূল্য : ১৬০ টাকা

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

মহান আল্লাহ তাআলার বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার ক্ষেত্রে আমাদের মাঝে যে উদাসীনতা ও অলসতা দৃশ্যমান,এর বড় একটি কারণ হচ্ছে,আমরা অনেকেই মনে করে থাকি¬নেক আমলের পুরস্কার ও বদ আমলের শাস্তির ব্যাপারটি কেবল আখিরাতের সঙ্গে সংশ্লিষ্ট। আমাদের পার্থিব জীবনেও যে এর শুভ ও অশুভ প্রতিক্রিয়া আছে বা থাকতে পারে,এ ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। এ বিষয়টিই হাকিমুল উম্মত হজরত মাওলানা শাহ আশরাফ আলি থানবি রহ. তাঁর জাযাউল আ’মাল তথা আমলের প্রতিদান নামক গ্রন্থে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। থানবি রহ. তাঁর অন্যান্য গ্রন্থের মতো এ গ্রন্থটিকেও সর্বসাধারণের পাঠ উপযোগী করে রচনা করেছেন। কালজয়ী এ রচনাকর্মটি বাংলায় তরজমা করতে গিয়ে আমরাও এর সহজবোধ্যতা ও প্রাঞ্জলতা বজায় রাখার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের এ প্রচেষ্টা কবুল করুন।

প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে ৫৫ টি বিষয়ের উপর ৩০০ বই। সে ধারাবাহিকতায় আজ ঐতিহ্য থেকে প্রকাশিত হলো নতুন কিছু বই পরিচিতি :

৯ খণ্ড পিনাকী ভট্টাচার্য রচনাবলি :

প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না

মূল্য : ৯০০০ টাকা

জুলাই-আগস্ট বিপ্লবে জনতার কণ্ঠস্বর, সময়ের অন্যতম আলোচিত নাম পিনাকী ভট্টাচার্য। দীর্ঘকাল প্রবাস জীবনে বাধ্য হয়েও তার ভেতর নিত্য বসত করে বাংলাদেশ;  যিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে ব্যাপক পরিচিত হলেও মূলত একজন স্বনামধন্য চিকিৎসক ও বহুমাত্রিক লেখক। যুক্ত ছিলেন শিক্ষকতার মহান ব্রতেও।সমকালীন সমাজ-রাজনীতি-অর্থনীতি-সংস্কৃতি-বিশ্বপরিস্থিতি নিয়ে ব্যঙ্গবিদ্রূপের বাণে তিনি তৈরি করেন বিশ্লেষণের নতুন রাস্তা। লেখালেখিতে রাজনীতি, চিত্রকলা, উত্তরাধুনিকতা, সাহিত্য, ইতিহাস, ধর্মতত্ত্ব এমনকি সায়েন্স ফিকশনেও রয়েছে তার স্বচ্ছন্দ ও  প্রথাভাঙা বিচরণ।এসব লেখায় পাঠকের মনে গেঁথে থাকা পুরানো ব্যাখ্যা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তিনি পাঠককে তৈরি করেন নতুন অভিজ্ঞতার মুখোমুখি।

একটি গোলাপের জন্য (জুলাই গণঅভ্যুত্থান (গল্প)

একটি গোলাপের জন্য

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

লেখক : সাব্বির জাদিদ

প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ

মূল্য : ২১০ টাকা

সাব্বির জাদিদ গল্প লেখেন সময়ের ওপর দাঁড়িয়ে। তার হাতে কলম হয়ে ওঠে ক্রুশকাঁটা। ক্রুশকাঁটা দিয়ে তিনি বুনন করেন সময়। নকশা তোলেন মনন রেখায়। তাতে ফুটে ওঠে সময়ের ছবি। রূপকথার মতো চব্বিশের গণঅভ্যুত্থান ও এর ক্ষরণ নিয়ে এই বই। জুলাই-আগস্টের নৃশংসতা ও দেশের জন্য মানুষের আত্মত্যাগকে সাব্বির জাদিদ তুলে এনেছেন গল্পের সুষমায়।জুলাই বিপ্লবের ক্ষত এখনো আমাদের শরীরে ও মননে দগদগে। এমন সময় রচিত হলো ‘একটি গোলাপের জন্য’।

আমি অকৃতী অধম (আত্মজীবনী/স্মৃতিকথা)

লেখক : অভীক ওসমান

প্রচ্ছদ : ধ্রুব এষ

মূল্য : ৮০০ টাকা

ব্রিটিশ-ভারতের সিংহ পুরুষ মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সাধু শুক্লাম্বর, ভাষাসংগ্রামী প্রিন্সিপাল আবুল কাশেমের সংগ্রামী জনপদের উত্তরাধিকার অভীক ওসমান। ষাট দশকে শংখপাড় থেকে একজন অনতিতরুণ বন্দর নগর চট্টগ্রামের এসে একাত্তর পূর্ব গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এটা তার জীবনের সেলিব্রেশন। অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট সমাজে সমতা প্রতিষ্ঠার কথা ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রী’ নামে এক যৌবন জলতরঙ্গ ঢেউ তুলেছিল।জেল-জুলুম, হাতে পায়ে গ্রেনেডের ক্ষত নিয়ে এই মুভমেন্টের একটা ইতিহাস রচনা করেছেন। অন্তরে ছিল প্রলেতারিয়েতের নিরন্তর ক্রন্দন। বাইরে রিজিকের টানে কর্পোরেট পারসোনালিটির করাত-কাটা জীবন। বহুমাত্রিক লেখা, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি আন্দোলনের চালচিত্র উঠে এসেছে। বিশেষ করে শতবর্ষী এপেক্স ট্রেডবডি চিটাগাং চেম্বার অ্যান্ড কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিবালয়ে তিন দশক কাজ করার কারণে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রতিষ্ঠাসহ প্রাইভেট সেক্টর তথা অর্থনৈতিক বিকাশের দুই শতাব্দীর চিত্র ধরা পড়েছে।

রামায়ণ (পৌরাণিক ধ্রুপদি গবেষণাগ্রন্থ)

মূল : বাল্মীকি

সারানুবাদ : রাজশেখর বসু

প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না

মূল্য : ৯০০ টাকা

ভারতীয় কবিগণনায় প্রথমেই বাল্মীকির স্থান, কিন্তু তাঁর রামায়ণ এত বড় যে মূল বা অনুবাদ সমগ্র পড়বার উৎসাহ অতি অল্প লোকেরই হয়। এই পুস্তক বাল্মীকি- রামায়ণের বাংলা সারসংকলন, কিন্তু সংক্ষেপের প্রয়োজনে এতে কোনও মুখ্য বিষয় বাদ দেওয়া হয়নি। বাল্মীকির রচনায় কাব্যরসের অভাব নেই, প্রাচীন সমাজচিত্র, নিসর্গবর্ণনা এবং কৌতুকাবহ প্রসঙ্গও অনেক আছে যা কৃত্তিবাসাদির গ্রন্থে পাওয়া যায় না। এই সংকলনে বাল্মীকির বৈশিষ্ট্য যথাসম্ভব বজায় রাখবার চেষ্টা করা হয়েছে এবং তাঁর রচনার সঙ্গে পাঠকের কিঞ্চিৎ সাক্ষাৎ পরিচয় হবে। এই আকাঙ্ক্ষায় স্থানে স্থানে নমুনা স্বরূপ মূল শ্লোক স্বচ্ছন্দ বাংলা অনুবাদসহ দেওয়া হয়েছে।

অদেখা ১৯৭৪ : দুর্ভিক্ষের বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ  : হিস্টোরিক্যাল ট্রান্সপ্যারেন্সি সোসাইটি

প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না

মূল্য : ৪২০ টাকা

একাত্তর পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাল হলো ১৯৭৪। এই বছরই হয়েছিল ইতিহাসের আলোচিত-সমালোচিত চুয়াত্তরের দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও একান্তভাবে জরুরি।এই বইটি সাজানো হয়েছে দুর্ভিক্ষের অজস্র ছবি দিয়ে। আশা করি বইটি ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে।

ওমর (উপন্যাস)

লেখক  : রাফিক হারিরি

প্রচ্ছদ : নাওয়াজ মারজান

মূল্য : ৯০০ টাকা

ইসলামের দ্বিতীয় খলিফা মহাত্মা ওমর (খোদাতালা তাঁর প্রতি রেজায়ে কামেল হন) ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক যিনি ইতিহাসের পাতায় রাষ্ট্রনায়ক হিসেবে নিজের দুর্লভ আর অসামান্য আচরণের জন্য বিখ্যাত হয়েছেন। মহাত্মা ওমর তাঁর শাসনামালে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিয়েছিলেন রাষ্ট্রের মূল মালিক জনগণের কাছে। নিজে রাষ্ট্রক্ষমতায় স্রেফ একজন সেবক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। রাষ্ট্রের প্রতিটি পয়সার হিসেব তিনি পাই-পাই করে বুঝিয়ে দিয়েছিলেন রাষ্ট্রের মালিক জনগণের হাতে। পৃথিবীর ইতিহাসে ওমর এমন একজন শাসক যাঁর চরম শত্রুরাও তার প্রশংসা করেছেন দ্বিধাহীন চিত্তে। কোনো রাষ্ট্রে যখন স্বৈরশাসন কায়েম হয়, শাসক ফ্যাসিবাদী হয়ে উঠে, প্রতিষ্ঠিত হয় লুটতরাজের রাজত্ব তখন সাধারণ মানুষ ওমরের মতো একজন সেবক সুশাসকের কথা কল্পনা করে মনে প্রশান্তি পায়, যেভাবে তৃষ্ণার্ত মরুচারীর চোখের একমাত্র স্বপ্ন হয় নীলনদের মিষ্টি পানির ধারা।

পৃথিবীর পথে বাংলাদেশ : সাইকেলে মাদাগাস্কার (ভ্রমণকাহিনি)

লেখক ও প্রচ্ছদ  : মুনতাসির মামুন

প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না

মূল্য : ২৮০ টাকা

জীবনের পথ যদি সাহস আর কৌতূহলের মিশেলে তৈরি হয়, তবে এই বইটি সেই গল্পের সঙ্গী। তিন সপ্তাহ ধরে সাইকেলে পাড়ি দেওয়া মাদাগাস্কারের বিশাল ভূখণ্ড, যেখানে প্রত্যেক বাঁক যেন এক একটি নতুন অভিজ্ঞতার দুয়ার। প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজনের সরলতা, এবং সংস্কৃতির বৈচিত্র্যে ভরা মাদাগাস্কারকে আবিষ্কার করার এক অনন্য অভিজ্ঞান।

দি এনার্কি

ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সহিংসতা ও সাম্রাজ্য লুণ্ঠনের কাহিনি

মূল : উইলিয়াম ড্যারিম্পেল

অনুবাদ : আনোয়ার হোসেইন মনজু

প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না

মূল্য : ৮৮০ টাকা

উপমহাদেশের ইতিহাস পাঠে আগ্রহী পাঠকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই উইলিয়াম ড্যালরিম্পেলের ‘দি এনার্কি’: কর্পোরেট ভায়োলেন্স এন্ড পিলেজ অফ অ্যান এমপায়ার।’ গবেষক, শিক্ষক ও ছাত্রদের জন্য আবশ্যিক রেফারেন্স বই হতে পারে এটি। উইলিয়াম ড্যালরিম্পেল ১৫৯৯ সালে লন্ডনে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানির’ প্রতিষ্ঠা থেকে শুরু করে ভারতে তাদের গেড়ে বসা এবং ব্যাপক লুণ্ঠন, হত্যা ও একের পর এক রাজ্য দখলের জন্য তাদের ষড়যন্ত্র ও যুদ্ধের বর্ণনা দিয়েছেন তাঁর ‘দি এনার্কি’ বইতে।

রকমারি রেসিপিসমগ্র

লেখক : হামিদা বানু

প্রচ্ছদ : ধ্রব এষ

মূল্য : ১০০০ টাকা

রন্ধনবিদ প্রয়াত হামিদা বানুর চারটি রেসিপি-গ্রন্থের সংকলন ‘রকমারি রেসিপিসমগ্র’। এখানে পাঠক তার পছন্দনীয়  বিচিত্র স্বাদের খাবারের রেসিপি সহজেই খুঁজে পাবেন। ‘রকমারি রেসিপিসমগ্র’ একজন পথিকৃৎ রন্ধনতত্ত্ববিদের রচনাসংকলন এবং একই সঙ্গে  তাঁর স্মৃতির প্রতি ‘ঐতিহ্য’ পরিবারের শ্রদ্ধার স্মারক। 

এ কিউব অফ সুগার (চলচ্চিত্র)

মূল: রেজা মির কারিমি

মোহাম্মদ রেহা গোওহারি

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

মূল ফারসি থেকে অনুবাদ : মুমিত আল রশিদ

প্রচ্ছদ : নাওয়াজ মারজান

মূল্য : ১৬০ টাকা

দর্শকদের জন্য ‘এ কিউব অফ সুগার’ এমন একটি চলচ্চিত্র, যেখানে প্রতিটি প্রেক্ষাপট সহজসরল গল্প হিসেবে প্রতীয়মান হয়। সংলাপের পিঠে সংলাপ, একটির পর একটি ঘটনা দ্রুত ঘটে যাওয়া চলচ্চিত্রটির ভাষা বুঝতে না পারা দর্শকদের জন্য অত্যন্ত কঠিন একটি চলচ্চিত্র হিসেবে উপস্থাপন করেছে। অন্যদিকে ইরানি বিয়ে উৎসব, মৃত্যুশোক, মেহমান আগমনের রীতিনীতি, খাওয়াদাওয়ার রীতিনীতি সম্পর্কে জানতে চাইলে নিঃসন্দেহে চলচ্চিত্রটি অনবদ্য উপাদেয় হিসেবে বিবেচিত হতে বাধ্য। তবে চলচ্চিত্রটির প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। উপভোগের মানসে নিজেকে দর্শকের আসনে বসাতে হবে। হয়তো কবি সোহরাব সেপেহরি’র কবিতা পাঠ সহজ মনে হতে পারে; কিন্তু এর বিষয়গুলো আমলে নিয়ে আদেশ পালন কঠিন।

অনেকেই এই চলচ্চিত্রটি সোহরাব সেপেহরি’র ‘ইয়ে হাব্বে কান্দ’ (এক টুকরো চিনি) কবিতার সঙ্গে সম্পর্ক করেছেন; অথচ এই চলচ্চিত্রটির সঙ্গে কবিতাটির কোনো সম্পর্ক নেই। এমনটি ধারণা করা পুরোপুরি ভুল হবে বলেও মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা। চলচ্চিত্রটি দেখে প্রথমেই যে ধারণাটি বোদ্ধারা পাবেন, সেটি হচ্ছে পরিচালক মির কারিমি বোধহয় সূচনায় একটি সূচক শব্দ ব্যবহার করেছেন,  যার শিরোনাম আমরা দিতে পারি, ‘ইরানি পরিবারপ্রথার বর্তমান হালচাল’।

জুলাই বিপ্লব

লেখক : ফারজানা মাহবুবা

প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু

মূল্য : ২৫০ টাকা

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

৩৬ জুলাই ২০২৪। তখনো কেউ শিউর না হাসিনা কি সত্যি পালিয়েছে কি না। আমরা প্রচণ্ড কনফিউশন নিয়ে স্ক্রিনের সাথে লেগে আছি! এর মধ্যে হোয়াটস্অ্যাপে নাদিয়ার ভিডিও মেসেজ আসল। ভিডিওতে দেখি ওর এক পায়ে জুতা আছে, আরেক পায়ে নাই! নাদিয়ার এক পায়ের জুতা ভিড়ে হারিয়ে গেছে। এই অবস্থাতেই নাদিয়া ভিড়ের সাথে বিজয়মিছিলে হাঁটছে, খুশিতে দৌড়াচ্ছে!

এদিকে সিডনিতে মিষ্টির দোকানগুলোতে মিষ্টি শেষ! আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ সত্যি সত্যি শেষ হয়েছে! স্বাধীনতা আসলেই এসেছে! এই বই জুলাইয়ের সেই অবিশ্বাস্য দিনগুলোতে আমাদের অনলাইন একটিভিজমের গল্প। এই বই সেই সময়ের গল্প যখন দেশ স্বাধীন হলে মানুষ খুশিতে এক পায়ে জুতা নিয়েই বিজয় মিছিলে দৌড়ায়!

অভিযোগনিউজবিডি২৪ ডেস্ক

Facebook
Twitter
LinkedIn