৬ই ফেব্রুয়ারি ২০২৫/২৩শে মাঘ ১৪৩১ (বৃহস্পতিবার) থেকে অমর একুশে বইমেলা ২০২৫-এর ষষ্ঠ দিনে শুরু হলো- জুলাই’র গল্প শীর্ষক একটি নতুন কার্যক্রম।
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহিদ স্মরণে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে কথা বলেন, “শহিদ আনাসে”র বাবা ও মা।
সঞ্চালানায় ছিলেন জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক হাসান ইমাম।
নিজস্ব প্রতিবেদক