লেখাটুকু তামিমকে নিয়ে যারা আমার মতো তামিমকে খুব বেশি ভালোবাসেন তাদের জন্য!
সবকিছুর জন্য ধন্যবাদ তামিম👏🏻
এমন বিদায় সবার কপালে থাকেনা, সবাই মাঠ থেকে বীরের বেশে বিদায় নিতে পারেনা!
জাতীয় দল থেকে অবসরে যাওয়ায় নিজের বিদায়ী সংবর্ধনায় চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে পারা ভাগ্যের ব্যাপার
আপনার মতো বীর এমন সম্মানের দাবিদার!
আপনাকে নিয়ে লেখতে গেলে অনেক কিছু লেখা যাবে
কিন্তু একজন ভক্ত হিসেবে মোবাইলে আপনার খেলা দেখতে দেখতে আপনাকে নিয়ে এসব লিখার সময় নিজের অজান্তেই কখন চোখ থেকে পানি পড়ে যায় বোঝা গেলোনা
হয়তো এটাই আপনার প্রতি ভালোবাসা
আপনি দেশের হয়ে দেশের জন্য অনেক কিছু করেছেন দিয়েছেন!!
হয়তো আরো অনেক কিছু দেওয়ার ছিল আপনার
আপনি এভাবে অভিমান করে বিদায় না নিলেও পারতেন ক্যাপ্টেন
আমার মতো আরো অনেক ভক্ত আছে যারা আজকে আপনার এই বিদায়ে চোখের জল ফেলছে!
জাতীয় দলের হয়ে আপনার খেলা মিস করবো
আপনাকে আমরা সবাই মিস করবো
সোস্যাল মিডিয়া থেকে পাওয়া