Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪৩

কোনো সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান নেই’

সাকিব আল হাসান ও তামিম ইকবালের দলের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকে। দুই পক্ষই তাদের পছন্দের ক্রিকেটার সেরা বলে নানারকম যুক্তি দিয়ে থাকে। তবে এসব থেকে ভক্তদের দূরে থাকতে অনুরোধ করেছেন তামিম। সেইসাথে বাংলাদেশকে সাপোর্ট করতেও উদ্বুদ্ধ করেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

তামিম বলেন, ‘কোনো সাকিবিয়ান, কোনো তামিমিয়ান, কোনো মাশরাফিয়ান নেই। শুধুমাত্র একটা সাপোর্ট থাকবে বাংলাদেশের। এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে। দয়া করে সবাই এগুলো বন্ধ করুন। আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে কিছু না। দয়া করে সবাই দলটাকে সাপোর্ট করেন, এটা আমাদের সবার দল।’

Facebook
Twitter
LinkedIn