Search
২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১২:১৬

মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি কর্মীদের

আগামী ৩ কার্য দিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন করা না হলে মেট্রোরেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নের জন্য জোরালো দাবি জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে আজ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করেন এবং খসড়া চাকরি বিধিমালার সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবেন বলে আশ্বাস দেন।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

Navigation

হোমজাতীয়রাজনীতিআন্তর্জাতিকঅর্থনীতিখেলা৬০ শব্দে খবরটাইমস ইনভেস্টিগেশন

© স্বত্ব বাংলাদেশ টাইমস – ২০২১

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

জাতীয়রাজনীতিআন্তর্জাতিকঅর্থনীতিখেলাটাইমস ইনভেস্টিগেশন

জাতীয়

Facebook
Twitter
LinkedIn