হাইভোল্টেজ ম্যাচে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় তারা। ধীর গতিতে রান তুলে পাকিস্তানকে ম্যাচে ফেরান মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। তবে শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় ২৪২ রানের মাঝারি পুঁজি পেয়েছে পাকিস্তান। জয়ের জন্য ২৪৩ রান প্রয়োজন ভারতের।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ইমামুল হক ও বাবর আজম। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন এই দুই ব্যাটার। তবে ১০ রান করে আউট হন ইমাম। রান আউটে কাটা পড়েন এই পাক ওপেনার।
এরপর দ্রুতই সাজঘরে ফিরে যান ভালো খেলতে থাকা বাবর। ২৬ বলে ২৩ রান করে ফিরে যান তিনি। বাবরের বিদায়ের পর রিজওয়ানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সৌদ শাকিল। তবে কিছুটা ধীর গতিতে রান তুলতে থাকেন তারা।
১০৪ রানের জুটি গড়েন শাকিল ও রিজওয়ান। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন শাকিল। তবে দলীয় ১৫১ রানে ৭৭ বলে ৪৬ রান করে আউট হন রিজওয়ান। তার বিদায়ের পর দ্রুতই আর ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
শাকিল ৬২, তৈয়ব তাহির ৪, সালমান আগা ১৯ ও শাহীন আফ্রিদি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। শেষ দিকে খুশদীল শাহর ৩৯ বলে ৩৮ রানের সুবাদে ৪৯ ওভার ৪ বলে ২৪২ রানে অলআউট হয় পাকিস্তান। ভারতের পক্ষে কুলদ্বীপ যাদব নেন ৩ উইকেট।