Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:০২

শান্ত-জাকেরের ব্যাটে ২৩৬ বাংলাদেশের

১৬৩ রানে ৬ আর ১৯৬ রানে ৭ উইকেট হারানোর পর বাংলাদেশের লড়াকু পুঁজি পাওয়াই কঠিন হয়ে গিয়েছিল। তবে জাকের আলী হাল ধরে দলকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৩৭।

রাওয়ালপিন্ডিতে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুরুটা খুব খারাপ হয়নি। ওপেনিং জুটিতে ৪৫ রান তোলেন এই দুজন। এরপরই তানজিদ তামিমের থেমে যাওয়া। গ্লেন ফিলিপসকে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ হন এই ওপেনার। ১ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন বল সমান ২৪।

আগের ম্যাচে করেছিলেন ২৫, এবার ২৪। তানজিদ হাসান তামিম যেন তার ভালো শুরুটা কিছুতেই ধরে রাখতে পারছেন না। পারছেন না ইনিংস বড় করতে।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। শুরুতেই বড় ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার সেই ভালো শুরু থামলো ১৪ বলে ১৩ রানেই।

এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও হতাশ করেছেন। একের পর এক ডট খেলে শেষ পর্যন্ত আগ্রাসী হতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দিয়েছেন তিনি। ২৪ বলে হৃদয় করেন ৭।

অভিজ্ঞ মুশফিকুর রহিম (২) টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। আগের ম্যাচে শূন্য করা এই ব্যাটার এবার কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েলকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপমিডউইকেটে ক্যাচ দিয়েছেন।

সমালোচনা থাকলেও ওয়ানডেতে গত এক-দেড় বছরে নাজমুল হোসেন শান্ত বেশ ধারাবাহিকই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ক শূন্য রানে আউট হওয়ার পর আবারও পড়েছিলেন সমালোচনার মুখে।

তবে এক ম্যাচ পরই ফিফটি দিয়ে ছন্দে ফিরলেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

শান্ত ফিফটি পেলেও বাংলাদেশ দলের ইনিংসটা এগিয়েছে ধুঁকে ধুঁকে। ১১৮ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা। মুশফিকের মতো তেড়েফুড়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদও (৪)।

একটা প্রান্ত ধরে দলকে টেনে নিচ্ছিলেন শান্ত। কিন্তু অধিনায়ক নিজেও এক সময় ধৈর্য হারিয়ে ফেলেন। ৭৭ রানে থামেন তিনি। ১১০ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান বাংলাদেশ দলপতি।

এরপর দায়িত্বশীল ব্যাটিং করেন রিশাদ হোসেন। ২৫ বলে ২ চার আর ১ ছক্কায় ২৬ রান করে দিয়ে যান তিনি।

জাকের আলি দেখেশুনে খেলেছেন। দলকে নিয়ে গেছেন ৪৮ ওভার পর্যন্ত। তার ইনিংসটি থেমেছে দুর্ভাগ্যজনক রানআউটে। ৫৫ বলে ৪৫ আসে জাকেরের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ২৬ রানে শিকার করেন ৪টি উইকেট।

Facebook
Twitter
LinkedIn