Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১১:২৭

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী বদিউজ্জামানের ছেলে টুটুল এবং একই এলাকার ফিনল্যান্ড প্রবাসী আবদুল বাতেনের ছেলে হাবিব।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে হাবিব ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত টুটুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ বাসটি শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ।

Facebook
Twitter
LinkedIn