Search
২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৯শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৪৯

১৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ

জুলাই গণ–অভ্যুত্থানে আহত ১ হাজার ৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।

অতি গুরুতর ৪৯৩ জন আহতদের ‘ক’ শ্রেণিতে এবং গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণিতে রেখে গতকাল বৃহস্পতিবার তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ শুক্রবার তালিকাগুলোর কথা জানানো হয়।

গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা–মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

আহতদের ধরন ভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গণ–অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।

এসব তালিকা ধরে গণ–অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn