Search
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:২৭

প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের উদ্যোগ রকমারি ডট কমের

মারুফ আহমেদ

বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাঠাগারগুলোতে বইয়ের অভাব একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যার সমাধানে রকমারি ডট কম প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের এক মহতী উদ্যোগ হাতে নিয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের ৫০০+ পাঠাগারে ২০,০০০+ বই পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প গ্রাম, চর, পাহাড়ি এলাকা, স্কুল ও মাদ্রাসার পাঠাগারগুলিতে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে শিক্ষার সুযোগ বাড়াবে।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, “গত ১২ বছরে আমরা ৫ কোটিরও বেশি বই পাঠকের হাতে পৌঁছে দিয়েছি। এবার আমরা চাই, যাদের কাছে বই নেই, তাদের জন্য কিছু করতে। একটি বই একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।”

বই পাঠাতে রকমারির ওয়েবসাইটের ঠিকানা দেয়া হয়েছে : https://www.rokomari.com/book-donation

Facebook
Twitter
LinkedIn