২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩২
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩২

বিএনপি’র ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন

বিএনপি’র ১৭৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী উত্তরা, কলাবাগান, শাহবাগ মতিঝিল ও পল্টন থানায় মামলাগুলো করা হয়েছিলো। বুধবার এ বিষয়ে ৩৬টি আবেদনের শুনানী করেন বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত এই জামিনের মেয়াদ থাকবে। এ সময় তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে হবে। ১৭৮ জন আসামির মধ্যে যুবদলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাতেন শামীম রবিউল আলম অন্যতম।

উল্লেখ্য, এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুর পর ১২ই নভেম্বর ঢাকা-১৮ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা করা হয়।

Facebook
Twitter
LinkedIn