৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স সূচক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছে; যা গত প্রায় ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির।
এর আগে ২০১৮ সালের ৯ এপ্রিল ডিএসই প্রধান মূল্য সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৮৭৯.৪১ পয়েন্ট। এই হিসাবে সূচকটি ২ বছর ৯ মাস বা প্রায় ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
এদিন ডিএইতে টাকার অংকে লেনদেনও প্রায় ২ হাজার কোটি টাকার কাছাকাছি অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে এক হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ৩০৭ কোটি ২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৬৭৫ কোটি ৬১ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬১.২৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫ পয়েন্ট বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪২৪ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, দর কমেছে৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।