পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড মূলবাজার (Main Market) থেকে বিদায় নিচ্ছে। এই বাজার থেকে কোম্পানিটিকে ওভার দ্যা কাউন্টারে (ওটিসি) সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) কোম্পানিটিকে ওটিসিতে সরিয়ে নিতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
বিনিয়োকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ক্ষমতাবলে বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে।
২০১০ সালে আইপিওতে আসা ইউনাইটেড এয়ারের বাণিজ্যিক কার্যক্রম কয়েক বছর ধরে বন্ধ আছে। কোম্পানিটির মালিকানাধীন বিমানগুলো ঢাকাসহ বিভিন্ন দেশের বিমানবন্দরে পড়ে থেকে প্রায় অচল হয়ে গেছে। সংস্থাটির কাছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছে। জেড ক্যাটাগরির এই কোম্পানির পরিশোধিত মূলধন ৮২৮ কোটি টাকা। এর বিপরীতে পুঁঞ্জিভুত লোকসান হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।