২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৫৩
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৫৩

করোনামুক্ত ক্যারিবীয়রা

গত ১০ জানুয়ারি টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঢাকায় পা রাখার পরপরই নিয়মমাফিক কোয়ারেন্টাইনে চলে গেছে গোটা উইন্ডিজ বহর।

ঢাকায় আসার পরই ওয়েস্ট ইন্ডিজের সবার কাছ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার রেজাল্ট এসেছে মঙ্গলবার। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সবাই করোনামুক্ত।

প্রায় দুই দিন হোটেলবন্দী রয়েছে ক্যারিবীয়রা, সবধরনের করোনা প্রটোকল মেনে। আরো দুদিন তাদের থাকতে হবে এভাবেই। ১৪ জানুয়ারি থেকে নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবে তারা।

আগামী বৃহস্পতিবার বিসিবি একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করবে ক্যারিবীয়রা। যেখানে ১৪ থেকে ১৭ জানুয়ারি, চার দিন অনুশীলনের পর আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যেই গা গরমের ম্যাচে অংশ নেবে সফরকারীরা। ২০ জানুয়ারি থেকে শুরুর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Facebook
Twitter
LinkedIn