দীর্ঘ দিন পর ওয়ানডে খেলবেন জাতীয় দলের জার্সিতে। এমন স্বপ্নই বুনে চলেছেন তিনি। তবে হুট করে হালকা চোটে ছন্দপতন। খুব একটা দুর্ভাবনা না থাকলেও বাড়ছে অস্বস্তি। সব মিলিয়ে আত্মবিশ্বাসী পেসার তাসকিন আহমেদ। আপাতত দুই দিনের বিশ্রাম। এরপরই বল হাতে আবার নেটে দেখা যাবে তাকে।
সোমবার অনুশীলনের সময় বল লেগে বাঁ হাতের বুড়ো আঙুল ও তর্জনীর মাঝে চামড়া থেঁতলে যায় তাসকিনের। তিনটি ছোট ছোট সেলাইও দেয়া হয়। এরপর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
শঙ্কা থাকলেও সিরিজ খেলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এই পেসার। মঙ্গলবার এ বিষয়ে তাসকিন বলেন, ‘ইনজুরি খুব গুরুতর নয়। বুড়ো আঙুল ও পাশের আঙুলের মাঝে বল লেগেছিল। তিনটা ছোট ছোট সেলাই দেয়া হয়েছে। আমাকে দুই দিন বিশ্রাম দিছে। ইনজুরি বোলিং হ্যান্ডে না, আর এসব হয়েই থাকে। ইনশাআল্লাহ, এই সময়টা কেটে গেলে বোলিং করতে পারবো।’