২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৭
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৭

সাপ্তাহিক লুজারের শীর্ষে জিলবাংলা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২১.৪১ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ লাখ ১৬ হাজার  টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন  ১ কোটি ১০ লাখ ৮৪ হাজার টাকা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৬.১৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, পিপলস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন স্পিনিং মিলস ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn