য়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আজ। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
ম্যাচ মাঠে গড়ানোর আগেই টাইগারদের ব্যাটিং লাইন আপ নিয়ে খোলাসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং অধিনায়ক তামিম ইকবাল। ওপেনিংয়ের সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের যথারীতি তামিমের সঙ্গী হিসেবে থাকছেন লিটন দাস।
এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। তাকে জায়গা দিয়ে পছন্দের তিন নম্বর ছাড়তে হচ্ছে সাকিব আল হাসানকে। চারে মুশফিকুর রহিম আর পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে সাত নম্বরে অলরাউন্ডার হিসেবে সৌম্যর খেলা প্রায় নিশ্চিত। যদিও ম্যাচের আগেরদিন পেসার এবাদত হোসেনের বলে পাওয়া গলার চোট শঙ্কা তৈরি করেছে তার জায়গা নিয়ে।
আট নম্বরে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর জায়গা পেতে পারেন মেহেদী হাসান। আর পেস ইউনিটে মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকতে পারেন শরিফুল ইসলাম বা হাসান মাহমুদের কেউ একজন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম/হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।