মাসে সাত হাজার মার্কিন ডলার বেতনে কলকাতা মোহামেডানে খেলতে গেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ইতোমধ্যে আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে তিনটি ম্যাচও খেলে ফেলেছেন তিনি।
তিন ম্যাচ খেললেও ক্লাব থেকে নাকি এখনো কোনো অর্থকড়ি পাননি জামাল। শুধু জামাল একা নন, কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তির আওতায় থাকা অন্য ফুটবলাররাও নাকি অর্থ এখনো পাননি।
জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ায় বুধবার অনুশীলন বয়কট করেন কলকাতা মোহামেডানের ফুটবলাররা। ক্লাব কর্তাদের আশ্বাসে অবশ্য পরদিনই অনুশীলনে ফিরেছেন তারা।
কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন, ‘আমরা এই মৌসুমে ভালো পৃষ্ঠপোষক পেয়েছিলাম। এজন্যই ভালো দল গড়েছি। কিছুটা সমস্যা হয়েছিল। অনেকটা কাটিয়ে উঠছি। শিগগিরই ফুটবলারদের সম্মানী পরিশোধ করা হবে।’ ক্লাব সূত্রে জানা গেছে, রোববার চতুর্থ ম্যাচের আগেরদিন পারিশ্রমিকের কিছু অংশ পাবেন জামাল ভূঁইয়ারা।