২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৫৩
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৫৩

সাকিবের চোট স্থিতিশীল, পর্যবেক্ষণে তামিম

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার টেস্ট সিরিজে চট্টগ্রাম টেস্টে চোট পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই। সাকিব পায়ের উরুতে চোট পান টেস্টের দ্বিতীয় দিন। অন্যদিকে চতুর্থ দিন ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পান তামিম। বাঁহাতি এই ওপেনার ডান হাতের তর্জনীর চোটে মাঠ ছেড়ে যান।

এই ম্যাচে জয়ের সুবাস পেলেও ঢাকা টেস্টকে সামনে রেখে দুই অভিজ্ঞ ক্রিকেটারের চোট নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, সাকিবের চোটের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে চট্টগ্রাম টেস্টে তার ফিল্ডিং করার সম্ভাবনা নেই। বরং ঢাকা টেস্টের আগে তাকে ফিট করে তুলতেই মরিয়া ম্যানেজমেন্ট। তামিমের হাত ভালো আছে, তবে পর্যবেক্ষণে আছে। কোনও সেলাই লাগেনি, ফাটেনি। বোঝা যাবে টেস্টের শেষ দিন

Facebook
Twitter
LinkedIn