করোনায় আক্রান্ত হয়ে দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ ওয়াহাব মারা গেছেন। গতরাত একটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এর আগে ২৬ জুন অধ্যাপক ডা. এম এ ওয়াহাব ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাকে। রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক ছাত্র ও অধ্যাপক, ডা. ওয়াহাব হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। অধ্যাপক ডা. এম এ ওয়াহাব বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুতে চিকিৎসায় সেবায় অপুরনীয় ক্ষতি হলো বলে জানিয়েছেন চিকিৎসকরা। অধ্যাপক ডা. এম এ ওয়াহাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রূহের মাগফিরাত কামনা করেছেন।