২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৫২
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৫২

তিন মার্চেন্ট ব্যাংকের আইপিও সুবিধা বন্ধ, বাতিল হবে সনদ

তিন মার্চেন্ট ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটা সুবিধা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিধিমালা লঙ্ঘনের দায়ে তাদের এই সুবিধা বন্ধ করেছে কমিশন। গত বুধবার ৭৬৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

যেসব মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—বেঙ্গল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড এবং পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড।

এসব মার্চেন্ট ব্যাংকার্স কর্তৃক বিধিমালা লঙ্ঘনের জন্য আইপিও কোটা সুবিধা বন্ধ করেছে বিএসইসি। এদিকে, আলোচ্য প্রতিষ্ঠানগুলোতে মূলধন ঘাটতি রয়েছে। প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের ৩০ জুনের মধ্যে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ বাতিল করার প্রক্রিয়া শুরু হবে বলে বিএসইসি সিদ্ধান্ত নিয়েছে।

Facebook
Twitter
LinkedIn