২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩৮
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩৮

আধা ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে এমারেল্ড অয়েল ও ই-জেনারেশন লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১০টা ২৮ মিনিট পর্যন্ত এমারেল্ড অয়েলের  স্ক্রিনে ৪৮ হাজার ৮৭০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১২ টাকা ১০ পয়সা।

এদিকে একই সময়ে ই-জেনারেশনের স্ক্রিনে ১৪ লাখ ৫০ হাজার ১৩টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।  গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩২ টাকা ৭০ পয়সা।

Facebook
Twitter
LinkedIn