আগামীকাল সোমবার (০৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (৪ এপ্রিল) তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এর আগে শনিবার ওবায়দুল কাদের বলেছিলেন, সোমবার (০৫ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে। তবে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে।
তবে বিভিন্ন সূত্রে জানা গেছে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কা সামাল দিতে সাময়িকভাবে এক সপ্তাহের ‘লকডাউনের আদলে’ কঠোর নিষেধাজ্ঞা দিতে পারে সরকার।