২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৬
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৬

করোনা সংক্রমণে ফের রেকর্ড, একদিনে শনাক্ত ৭ হাজারের বেশি

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। তবে টানা কয়েকমাস বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে করোনার প্রকোপ কিছুটা কমলেও ফের হঠাৎ করেই বেড়ে গেছে সংক্রমণ ও মৃত্যু। বিগত বেশ কিছুদিন ধরে দেশে করোনা রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত বেশ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সাত হাজার ৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্ত। এর আগে শুক্রবার (০২ এপ্রিল) করোনা রোগী শনাক্ত হয় ৬ হাজার ৮৩০ জন।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৫৬৮৩, ৬৮৩০, ৬৪৬৯, ৫৩৮৫, ৫০৪২, ৫১৮১ ও ৩৯০৮ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩০ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ২৩ দশমিক ০৭ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল দেশে ২৪ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৪৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৩ দশমিক ৩২ শতাংশ পজিটিভ।

আজ রোববার (০৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৭০৮৭ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৬৩৭৩৬৪ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ৫৩ জনের

মোট মৃত্যু হয়েছে: ৯২৬৬ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ২৭০৭ জন

মোট সুস্থ হয়েছেন: ৫৫২৪৮২ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৩ জন মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার (০১ এপ্রিল) করোনায় মারা যান ৫৯ জন, যা এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

গত বছরের ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে তৃতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত বছরের ১৬ জুন করোনায় মারা যান ৫৩ জন।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৫৮, ৫০, ৫৯, ৫২, ৪৫, ৪৫ ও ৩৫ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ২৬৬ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই হাজার ৭০৭ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ।

Facebook
Twitter
LinkedIn