২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৫৫
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৫৫

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। নূর উদ্দিন বলেন, গত সোমবার (৫ এপ্রিল) রাতে কবরীকে হাসপাতালে ভর্তি করা হয়।

নূর উদ্দিন বলেন, ‘শনিবারে ম্যাডামের জ্বর আসে। শরীরে ব্যথাও ছিল। এমন পরিস্থিতিতে করোনার নমুনা পরীক্ষা করতে দিলে রিপোর্ট পজিটিভ আসে। তাই ৫ এপ্রিল রাতেই হাসপাতালে ভর্তি হন তিনি।’

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন। জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

Facebook
Twitter
LinkedIn