ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। ওই ছাত্রী উপজেলার ভাংবাড়ি গ্রামের এজাবুল হকের মেয়ে ও মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
শুক্রবার বিকালে উপজেলার ভাংবাড়ি গ্রামে ওই ছাত্রী বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে লোক জমায়েত করে খাওয়ার আয়োজন করার অপরাধে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা উপস্থিত ছিলেন।