পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। জয়ের জন্য বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা টার্গেট দিয়েছে ৪৩৬ রানের। টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নাই কোনো দলের। অসম্ভব এক লক্ষ্যে ব্যাটিং শুরু করেছে মুমিনুলরা। এই প্রতিবেদন লেখা পযন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান। ক্রিজে দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান।
প্রথম ইনিংসেই ২৪২ রানের লিড পাওয়া শ্রীলঙ্কা রোববার দ্রুত রান তোলার প্রতিযোগিতায় নামে। প্রথম ইনিংসে সাত উইকেটে ৪৯৩ রানে ডিক্লিয়ার দেয়া লঙ্কানরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ১৯৪ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল মাত্র ২৫১ রানে। প্রথম ইনিংসে অল্প রানে গুটিয়ে যাওয়াই কাল হলো। যেখানে বাংলাদেশের হারের শঙ্কা প্রবল, ড্র করাও অনেক কঠিন কাজ। কারণ রোববার পার করতে হবে দুটি সেশনের কম। আর সোমবার গোটা দিন।
৭ ওভারে ২ উইকেটে ১৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে উইকেট হারানোর কথা না ভেবে লিড বড় করায় মনোযোগ দেয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে লঙ্কান অধিনায়ক করুনারত্নে করেন ৬৬ রান। ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে আসে ৪১। নিশাঙ্কা ও ডিকভেলা সমান ২৪, ম্যাথুস করেন ১২ রান। বল হাতে বাংলাদেশের হয়ে পাচ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। মিরাজ দুটি, তাসকিন ও সাইফ নেন একটি করে উইকেট।