২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪৩
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪৩

নোয়াখালীতে মুক্তিযোদ্ধার স্ত্রী ও ছেলের উপর প্রাণঘাতি হামলা

ডেস্ক রিপোর্টঃ নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাকীপুরে নিহত মুক্তিযোদ্ধা চৌধুরী মিয়ার স্ত্রী শামসুন্নাহার ও তার ছেলে হারুনের উপর প্রাণঘাতি সন্ত্রাসী হামলা চালিয়েছে একই ইউনিয়নের জামাত বিএনপির স্থানীয় কিছু নামধারী সন্ত্রাসী রাসেল,,জয়নাল,,পন্ডিত রাসেল,,সাহেদ ও বাবু। ” হামলার শিকার হওয়া ভুক্তভোগী মুক্তিযোদ্ধা চৌধুরী মিয়ার ছেলে হারুন জানান,,গতকাল বিকেলে আমি আমার মা ও আমার চার বছরের শিশু সন্তান কে নিয়ে মুদি বাজার করে অটোরিকশা যৌগে বাড়ি ফির ছিলাম। ফেরার পথে সন্ত্রাসীরা আমাদের গতিরোধ করে আমাদের কে অটোরিকশা থেকে নামিয়ে প্রাণ নাশের উদ্দেশ্য অতর্কিত হামলা চালায় । হামলায় সন্ত্রাসীরা আমাকে আর আমার মাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা বিষয় টি টের পেয়ে তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে।”বর্তমানে গুরুতর আহত হওয়া মুক্তিযোদ্ধা চৌধুরী মিয়ার স্ত্রী ও ছেলেকে চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার বলেন, বিষয়টি জানার পরেই আমি সাথে সাথে থানার একজন অফিসকে পাঠিয়েছে, বিষয়টা তদন্ত করার জন্য, ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn