২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:২৬
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:২৬

ঈদেও বন্ধ থাকছে দূরপাল্লার বাস

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে চলমান বিধিনিষেধ আবারও বাড়িয়েছে সরকার। আগামী ১৬ মে পর্যন্ত এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। 

তবে ৬ মে থেকে গণপরিবহন চলাচল করতে পারবে। শুধু শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করবে। দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

চাঁদ দেখা সাপেক্ষে ১৩ বা ১৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। এ ক্ষেত্রে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর কারণে ঈদেও চলবে না দূরপাল্লার কোনো বাস। এমনকি ট্রেন ও লঞ্চও বন্ধ থাকবে ১৬ মে পর্যন্ত।

Facebook
Twitter
LinkedIn