পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমসে ৯০ কোটি ২৫ লাখ টাকা প্রদানের জন্য নির্দেশ দিয়েছে উচ্চ-আদালত। যা প্রদানের শর্তে কোম্পানিটিকে চুক্তি অনুযায়ি গ্যাস সরবরাহ করবে জালালাবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উচ্চ-আদালত লাফার্জহোলসিমকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত ট্যারিফ অনুযায়ি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমসকে ওই ৯০ কোটি ২৫ লাখ টাকার মধ্যে আগামি ১ মাসের মধ্যে ১০ কোটি টাকা প্রদান করতে বলেছে।
এছাড়া বাকি ৮০ কোটি ২৫ লাখ টাকা প্রতি কোয়ার্টারলি কিস্তিতে ১০ কোটি টাকা করে প্রদান করতে হবে।
এই অর্থ প্রদানের শর্তে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লাফার্জহোলসিমে গ্যাস বিক্রি চুক্তি (জিএসএ) অনুযায়ি গ্যাস সরবরাহ করবে।