মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে জনস্রোত নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবুও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ঢল। বরং রোববার সকাল থেকে এই চাপ আগের দিনের তুলনায় আরো বেড়েছে।রোববার সকাল ৯টা পর্যন্ত হাজার হাজার যাত্রীকে পদ্মা পার হওয়ার জন্য মাওয়া ঘাটে অপেক্ষারত দেখা গেছে। যাত্রীদের চাপ সামলাতে না পেরে ঘাট থেকে ফেরিগুলো সরিয়ে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছেঅপর দিকে রোববার ঘাটে বিজিবি মোতায়েন করা হয়। ভোর থেকেই পুলিশের সাথে তারা মাওয়া ঘাট ও পদ্মা সেতুর টোল প্লাজার কাছে অবস্থান নিয়ে ঘরমুখো মানুষের স্রোত নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু যে সংখ্যক মানুষ ঘাটে আসছে তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে তাদের পক্ষে।এ বিষয়ে মাওয়া নৌ পুলিশ ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকে এ পর্যন্ত চারটি ফেরি ছেড়ে গেছে মাওয়া ঘাট থেকে। পাঁচটি ফেরি চলাচল করছে। তবে অ্যাম্বুলেন্স বা বিশেষ প্রয়োজনীয় গাড়ি আসলে ফেরি ছেড়ে যাচ্ছে। তিনি আরো জানান, যাত্রীর বেশ চাপ ছিল। আধাঘণ্টা আগে একটি ফেরি ছেড়ে যাওয়ায় এখন চাপ কিছুটা কমেছে।