পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংক আজ রোববার (৯ মে) লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে- সাউথইস্ট ব্যাংক, এক্সিম ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
আজ অনুষ্ঠিত ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাউথইস্ট ব্যাংক
সর্বশেষ হিসাববছরের জন্য সাউথইস্ট ব্যাংক ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
এক্সিম ব্যাংক
শেয়ারহোল্ডারদেরকে এক্সিম ইসলামী ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ও আড়াই শতাংশ বোনাস।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক
আল-আরাফাহ ইসলামী ব্যাংক সর্বশেষ বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।