উপহারের ৫ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। আজ মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে বিমানটি চীনের উদ্দেশে রওনা হয়। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। টিকা নিয়ে আগামীকাল ভোরে বিমানটি দেশে ফিরার কথা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ সরবরাহ নিয়ে একটি চুক্তি করেছিল বাংলাদেশ সরকার। ৭০ লাখ ডোজ টিকা দেয়ার পর টিকা সরবরাহ বন্ধ করে সিরাম কর্তৃপক্ষ। এতে টিকা কার্যক্রম সচল রাখা নিয়ে বিপাকে পড়ে সরকার। পরে দ্রুত চীন প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি টিকা ও রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি টিকা পেতে দেশ দুটিকে চিঠি দেয় বাংলাদেশ সরকার। এতে ইতিবাচক সাড়া মিলে।
প্রথম চালান হিসেবে চীন সরকার ৫ লাখ টিকা উপহার হিসেবে দেয় বাংলাদেশকে। সেই টিকা আনতে চীন গেল বিমান।