মুম্বাইয়ের বিখ্যাত নানাবতী হাসপাতালটি করোনা সেন্টারে পরিবর্তিত হয়েছে বেশ কিছুদিন। কিন্তু বাধ্য হয়েই বিগ বি অমিতাভ বচ্চন চেকআপের জন্যে প্রতি সপ্তাহে এই হাসপাতালে যান। বিশেষজ্ঞরা অনেকেই অনুমান করছেন নানাবতী হাসপাতালে চেকআপ করানোর সময়ই সংক্রমিত হয়েছেন বিগ বি। শনিবার রাতে তিনি এই নানাবতীতেই ভর্তি হয়েছেন। করোনা সংক্রমিত হয়েছেন তাঁর পুত্র অভিষেক বচ্চনও। তিনিও নানাবতীতে ভর্তি। আসলে নানাবতী হাসপাতাল অমিতাভের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। উনিশশো বিরাশি সালে কুলি ছবির সেটে পুনিত ইশারের ঘুঁষি খেয়ে তাঁর যখন জীবন সংশয় হয়েছিল তখন তিনি নানাবতী হাসপাতালে দীর্ঘদিন থেকে আরোগ্য লাভ করেন।দু’হাজার পাঁচ সালেও হেপাটাইটিস বি’র শিকার হয়ে জীবন মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে এই নানাবতীতেই চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। তাঁর যখন টিউবারকুলেসিস ধরা পড়ে তখনই নানাবতীতে ছুটে যান তিনি। এবারও সেই নানাবতী। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, অমিতাভ – অভিষেক দুজনেই স্থিতিশীল। আসলে নানাবতী কোনোদিন বিমুখ করেনি বচ্চনদের। তাই তাঁদের গভীর আস্থা এই হাসপাতালের ওপর। তাঁর জুহুর বাংলোর খুব কাছের এই নানাবতী হাসপাতাল তাঁর জীবনের অঙ্গ।
পুনশ্চ : কাকতালীয় বলা যেতেই পারে। গতকাল রাত থেকে অভিনেত্রী রেখার বান্দ্রার বাংলো সিল করে দেয়া হয়েছে। না, অমিতাভের করোনার সঙ্গে এই ঘটনার কোনও মিল নেই। বাংলোর সিকিউরিটি গার্ড একজন করোনা পজিটিভ হওয়ায় এই ব্যবস্থা।