এ বছর আর্থিক সমস্যার কারনে অনেক আত্মীয়রা কোরবানি দিতে পারবে না,এই নিয়ে অনেক পরিবার খুব বেশি লজ্জা আর সংকোচনের মধ্যে থাকবে।তাই অন্তত আমরা কাউকে ফোনে বা ম্যাসেজে জিজ্ঞেস করবো না….
ভাই গরু কিনছেন কিনা?
কোরবানি দিচ্ছেন কিনা?
গরুর দাম কত?
বাজেট কত?
এই সব প্রশ্ন তাদের জন্য খুব বিব্রতকর হবে,বরং আমরা যারা কোরবানি দিচ্ছি তাদের উচিৎ এই বছর ফ্রিজে মাংস জমা না রেখে যতটা সম্ভব আত্মীয়ের মাঝে ভাগ করে দেয়া।
কুরবানি যাদের উপর ফরজ তাদের অবশ্যই পালন করা ওয়জিব, তবে অর্থনৈতিক ভাবে দুর্বল থাকলে লোকলজ্জার ভয়ে কুরবানি করার নির্দেশ নেই,ইসলাম ধর্ম শান্তি ও সহজ ধর্ম কঠিন নয়,সুতরাং প্রতিযোগিতা না করে সামর্থ অনুযায়ী পশু কুরবানি করবো ইনশাআল্লাহ, মনে রাখতে হবে,কুরবানির গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌছায় না আল্লাহর পছন্দ তাঁর বান্দার তাকওয়া ও নিয়ত এবং সামর্থ অনুযায়ী হালাল পশু।আল্লাহ আমাদের নিয়ত কে কবুল করুন।
সংগৃহীত